• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪২৯

সারা দেশ

নওগাঁর মান্দায় পুকুর খননের মাটিতে রাস্তা নষ্টের অভিযোগ

  • ''
  • প্রকাশিত ১৮ মার্চ ২০২৪

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মান্দা পরানপুর ইউনিয়নের (ইউপি) সোনাপুর গ্রামের উত্তর পাড়া ও একই ইউনিয়নের গোপালপুর বাজার থেকে দক্ষিনে কটকটি তলায় নামক স্থানে পুকুর খননের মাটিতে কাঁচা-পাকা রাস্তা নষ্টের অভিযোগ উঠেছে। এদিকে ভেকু মেশিন (মাটিকাটা যন্ত্র) ও অবৈধ ট্রাক্টরের বিকট শব্দে জনজীবন অতিষ্ঠ। অন্যদিকে ট্রাক্টরে মাটি বহনের সময় মাটি রাস্তায় পড়ে রাস্তা নষ্ট ও ধুলাবালিতে পরিবেশ দুষণে বাসা বাড়িতে থাকায় কঠিন হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, সাবেক ইউপির সদস্য (মেম্বার) সুরুজ ও মেহের শা প্রশাসনের অনুমতি ব্যতিত গ্রামবাসির বাঁধা উপেক্ষা ও প্রভাববিস্তার করে জোরপুর্বক পুকুরের মাটি পরিবহন করে কাঁচাপাকা রাস্তা নষ্ট ও পরিবেশ দুষণ করছেন। এ ঘটনায় গ্রামবাসির মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী ঘোষণা অনুযায়ী পুরাতন পুকুর খনন করতে চাইলে তা যথাযথ নিয়ম মেনে উপজেলা প্রশাসনের কাছে আবেদন করে তারপর অনুমোদন নিতে হয়। সেখানেও বলা থাকে পুকুর খননের মাটি যেনো কোনো পাকা বা কাঁচা রাস্তায় না উঠে। নিয়মনীতি লঙ্ঘন করে মাটি বানিজ্যে করছে, মাটি ব্যবসায়ী মাইনুল হোসেনসহ আরও কয়েকজন। কিন্ত্ত বিষয়টি দেখার কেউ নাই।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানু বলেন, এবিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এবিষয়ে জেলা প্রশাসক গোলাম মওলা জানান, অবৈধ ভাবে পুকুর খনন করলে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads